কতবার বলেছি খেলিস্ না
আগুন নিয়ে খেলিস্ না
তোর খেলার জন্য
খেলনা এনে দেব ।
একগুঁয়ে ছেলের মতো
সেই আগুন নিয়ে
ঘর থেকে বাইরে
বাইরে থেকে ঘরে দৌড়েছিস;
তোর অবাধ্য উত্তেজনায়
সব পুড়ে খাঁক
এখন ধূ ধূ মাঠ
নির্জন নিঃসঙ্গ দাঁড়িয়ে-
নেড়া-মুড়ো পোড়ো বাড়ি ।
নিজেদের মাথা বাঁচানোর জন্য
এতটুকু আস্তানা নেই ;
এভাবেই পোড়ে গ্রাম-শহর
একসময় দেশও-
ঔদ্ধত্যের দাম্ভিকতায়
সব আহাম্মকেরা এভাবেই খেলে
আগুন নিয়েই খেলে ।