একটা আগুন  নেভাতে
অন্য আগনে হাত
পুড়ে যায় যন্ত্রনার কালো দাগ
শীতলতায় ঢাকা পড়ে উষ্ণ প্রভাত,
সারারাত জুড়ে অস্থিরতা
অন্ধকারের ঝড় ওঠে উদাস আকাশে
নিশ্চয়তার নদীতে ভাসে হতাশার শব
নিভে যাওয়া আগুন ওড়ায় ছাই,
ব্যর্থতার দীর্ঘশ্বাসে হঠাৎ-
থমকে দাঁড়ায়
প্রত্যাশিত মুহূর্তের চলমান সময় ।