বহুদিনের জমানো অন্ধকার ভেদ করে এসেছো
হৃদয়ের নদীতে দুই নৌকো, ধোঁয়াশা---

অচেনার দেশ থেকে আগন্তুক বার্তা
প্রত্যাশার বীজ হাতে উলুবন উদাস পায়চারি

অমানিশা চোখ বিলাসী স্বপন এঁকে
হৃদয়ের গভীরে গিয়ে প্রতিদিন ডুব ---

তবুও বিকীর্ণ মোহ বুদবুদ ভাসে
বিশীর্ণ মৃত্যুর শীতল অনুভবে

নিরবধি সময় ধরে অনন্ত প্রয়াস
আমৃত্যু সংগ্রামে প্রতীক্ষার যোগ্যতম