আকাশ এসে মাটিতে মিশেছে
মাঝে শুন্যতা জোড়া মন
রঙের বৈচিত্র্য বোঝে না,
সূর্যের সাত রঙ এখন
বিভেদে নিজেরা প্রকট।
মনের অলিন্দ জুড়ে
ভালবাসার আবেগী গন্ধ
বাতাসে ছড়াচ্ছে সন্দেহের বিষ।
বাঁকা কথার চোরা স্রোতে
অনেকেই স্বাভাবিক ভেসে যায়,
নিজের বিশ্বাসকে বন্ধক রাখে আর
দিবাস্বপ্নে মজে থাকে সারাক্ষন,
এইসব মানুষের মন
অন্ধকারের ভিতর থেকে দেখে - -
মাকাল ফলের মতো
অন্য এক অচেনা পৃথিবী ॥