গাঢ় অন্ধকার ভেদ করে
মাঝে মাঝে দরজায় এসে দাঁড়ায়
রাতের সময় ;কড়া নাড়ে অনিশ্চিত
ঠিকানায় ।
কর্তব্য তখনও হাত ধরে দাঁড়িয়ে
অপার বিস্ময় ;উত্তাল ঢেউয়ের মতো
উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে হেঁটে যায়।
পাথর শপথ নিয়ে নিরন্তর
নিশ্চিত লক্ষভেদের প্রতীক্ষায়
অস্থির সময়ের পারদ মাপি।
তোষামোদের চোরা স্রোত বেয়ে
কখনো ভেসে আসে সাফল্যের নোনাজল
যেন অনিশ্চিত অস্থিরতার ফল।
জটিলতার চক্র ভেদ করে যেভাবে
ফিকে হয়ে যায় রঙীন সময়
সহজ সরল সাবলীলতার ভিতর।
কোনএক অজানা প্রাপ্তির সম্ভাবনায়
তখনও কিছু ব্যর্থতা খুঁজে ফেরে
প্রশান্তির মোহিত সময় ॥