রাতের আকাশে হঠাৎ আগুন শিহরণ
বিস্ফোরণ ঘটিয়ে কারা চলে যায় চুপিচুপি --
মাটিতে রক্তের তাজা গন্ধ,
মৃত্যুর দাম্ভিক পদসঞ্চালনে
কেঁপে ওঠে নিস্তব্ধতা।

প্রতিটা মুহূর্ত গিরগিটির রং মাখে
যেন অবিশ্বাসের কালো ধোঁয়ায়
উড়ে বেড়ায় উত্তপ্ত ছাই --
সমস্ত অন্ধকার জুড়ে
হায়নার জ্বলন্ত চোখ যেন
খুঁজে বেড়ায় ক্ষুধার আহার।

ঘাতকের দীর্ঘ ছায়া
সময়ের নিয়মে ক্ষুদ্র হয়ে আসে
নেমে আসে অকাল অন্ধকার
মৃত্যুর কারাগারে মিশে যায়
ঔদ্ধতের সব অহংকার।