পদ্মপাতায় জলের সম্পর্ক নিয়ে
কেন এসে দাঁড়াও দুর্বার !
জলেই জীবন জানি, তাই
চুপ করে চেয়ে দেখি
হে আমার ব্যথার পদ্মপাতা--
তবু প্রিয়তম অনুভবে
অনন্ত প্রেমের আকুল হাওয়ায়
গভীর আশ্বাসে বুক বাঁধে মন ;
এই ক্ষণিক জীবন --
আশার আশালতায়
মেঘ ভাঙা রোদ খুঁজে মরে ।
সেই আশ্চর্য রোদে
পদ্ম পাতার জল মুক্ত হয় আর
অপ্রত্যাশিত বিরোধী হাওয়ায়
টুপ টুপ ঝরে পড়ে ।