লিমেরিক - ৯৬
তরুণ কান্তি(নীলপাহাড়)

টিকিট কেটে দেখতে এল কেষ্ট খুড়োর বিশাল দাড়ি
অবাক চোখে দেখলো সবাই সেই দাড়িতে বাঁধা ধাড়ি
নাক ডাকিয়ে ঘুমায় খুড়ো
খেয়েছিল মাছের মুড়ো,
এসব কান্ড দেখেই তারা ভীষণ ভয়ে ছুটলো বাড়ি  ॥



লিমেরিক - ৯৭
তরুণ কান্তি(নীলপাহাড়)

দুঃখে দুঃখে জীবন গেল কেমন করে বাঁচি
সুখের জন্য আজও আমি মরতে রাজি আছি
কেউ কি দেবে সুখ-পাখি!
আদর করে খাঁচায় রাখি,
সারা জীবন সেই আশাতে তাড়াই বসে মাছি ॥