মিথ্যার সম্মোহনী ছলনায়
মানুষের প্রিয়তম বিশ্বাস-
নিজস্বতা হারিয়ে ফেললে
কিছু অযৌক্তিক সংস্কার
মানুষের মনের মনিকোঠায়
নিরুপায় বাসা বাঁধে
একটা অবাস্তব পৃথিবীর
অনাগত রঙীন ভবিষ্যত দেখে
নিজেকে নির্মম প্রস্তুত করে
সমস্ত বিবেক-বোধ বিসর্জন দেয়
ছলনার মায়াবী ফাঁদে
আপাদ-মস্তক বন্দী হয় আর
ভাগ্যের দোহাই দেওয়ার অজুহাতে
সত্যকে মিথ্যা কিংবা
মিথ্যাকে সত্য করার জাদুমন্ত্রে
নিজেকে ভাগ্যবিধাতা বানায়,
ডুব দেয় অভিশপ্ত অন্ধকারের
অমোঘ মায়ায়।