রাত কেটে প্রভাতের রবি এসে মোর দুয়ারে দাঁড়ায়ে,
মধুর স্বপ্ন মুঠোয় পুরে ছলনায়ময়ী যদি দেয় পিছুটান,
সকাল হবে কবে কবে সকাল হবে বলে চিৎকার করে,
কোনো লাভ হবেনা,
তাই স্বপ্নেও জেগে থাকি জেগে জেগেও স্বপ্ন দেখি,
যেন সফলতার মৃদু কড়া নাড়ানোও শুনতে পাই ৷
স্বপ্ন পাড়ায় আজ বৈশাখী ঝড় মন পাখি ঘর ছাড়া,
সেই পাড়ার ফুল বাগানে বাসন্তীর মৌ ফুলে উড়ি,
দিগ্বিদিক ছন্নছাড়া ঘর হারা স্বরস কথামালা দিয়ে গান করি,
আর হাল ছাড়বনা,
তাই রাত যত গভীরে যায় সকালটাকে কাছি দেখি,
যেন ভালবাসার দুরু ভীরু কম্পন এসে ঠাই ৷