গল্পের মতন দেখতে হলে তাকে সবাই গবিতা বলে
কেউ লিখছে ছন্দে ছন্দে কেউ চড়ছে মাত্রা মূলে ৷
অমিলে মিলে নিলে কিবাই হয়ছে পোড়ো লিথোগ্রাফির হায়ারোগ্লিফিক
মধুর সুরে গানের তালে মন দুলবে সেইতো ক্লাসিক ৷
ভদ্র মধ্য শিশু কিশোর জীবন যৌবন সুখ-দু: খ আবেগ
সমাজ পরিবার দেশ ধর্ম গবিতা লিখারই অধি সমাবেশ ৷
স্থান কাল পাত্র বিদ্দেশ নাইকো তাই 'গবি সমাজ'
আহার নিদ্রা ত্যাগ তৃতিক্ষায় গল্প কবিতাও এগিয়ে আজ ৷
ছোট্ট ছোট্ট বড্ড বড় প্রতিদান পাইতে ইচ্ছা নাই
কোকিল দোয়েলের গান নাচেতে বনফুলে মন নেচে বেড়ায় ৷
তাড়াও যদি আসব আবার রাত জাগা ঘুম ঘোরে
লিখব সদাই গল্প কবিতা গ্রীষ্ম -বাসন্তীয় সব ভোরে ৷