ভ্রমণ করিব হে সখা তোমার সুখ বাগানের ধারে
রমনীয় সৌখিনতায় চোখ দুটি খেলে বিনাকারণে
সাত সকাল থেকে সন্ধা করিব দেখিব তোমার কায়া
ডুবু ডুবু রবির আলোক ছটায় মনে হয় রংধনু এক আঁকা
চরম থেকে যাইব চরণে হে যমুনা মেঘনা পদ্মা
খেলিব জলে ভাসিয়া ডুবিয়া মনে কিছু লইওনা
ভোঁ ভোঁ শব্দে কানের কুহরে গাহিয়াছিলে মন প্রাণ জুরানো গান
আজিকে তোমার বিশাল বক্ষে জংলীদস্যুদের যান্ত্রিকতা অপ্রাণ
আমি থাকিবনা সখা বাচি'ব কয়েকটি মুহুর্ত
জাগিব নিদ্রা রাখিব আহার করিব শোকবরণ অবেলায়
সময়ের আগেই হইব বৃদ্ধ করিবনা তোমার সুধা পাণ
অাজ আসি অন্ধকার করে মুখ বিদায় চুম্বন করো ৷