মিষ্টি সকালটায় আসো সখি প্রেম করি।
সব বাঁধার দেয়াল টপ্কে!
হাতে হাত রেখে-
একরাশ ধোয়ার ভিরে হারিয়ে যাই।
সোনালী দুপুরটায় কোনো পাহাড়ী চাতালে,
শুধু তুমি আমি আর ঝর্ণার বারী,
চলো সখি প্রেম করি।
সন্ধ্যাটা না হয় সমুদ্র তীরে,
গোধুলী রেখায় খোলা আকাশের নিচে,
বায়ু এসে এলোমেলো তোমার কেশ-
আমি একঝাক বলাকার ভিড়ে হয়ে যাবো নিরুদ্দেশ।
না হয় শামুকের আদলে বিরহ কুড়ালে একাকী-
চলো সখি প্রেম করি,
চোখে চোখ রাখি নিষ্পলক।