পিপিলিকা পিপ পিপ
গাড়ি চড়ে ঝিপ ঝিপ
ভয় পেলে চিপ চিপ
দল বেধে যায়,,,,,,,,,,,
সাপ চলে সিপ সিপ
মাছ খায় ঘিপ ঘিপ
চোখ করে টিপ টিপ
ব্যাঙ যদি পায়,,,,,,,
পাখিদের হালচাল
করে দেয় বানচাল
শিকারীর দাবানাল
উড়ে উড়ে যায়,,,,,,,,,,
পশুগুলো আজকাল
বাধেনা আর বড় পাল
কমে গেছে গাছ গাছাল
ওরাও বাঁচতে চায়।