বোমার আঘাত নয়, যদি পারো দিও খাবার
বাবার হাতটি ধরে- হেটে যেতে চাই আবার।
মায়ের কোলে শুয়ে, ঘুমাতে চাই স্নিগ্ধতায়
চাঁদের আলো ছুঁয়ে- ঝিকিমিকি সোনালী আভায়।
রক্তের সাগরে নয়, ভাসতে চাই মেঘের পালকে চড়ে
অথচ দেখো চেয়ে, তপ্ত শিশায় অকালেই যাচ্ছি ঝড়ে।
আমরা শিশু, বাঁচতে চাই- বাঁচতে দেও মোদের
হাত জোড়ে ভিক্ষা চাই, করোনা বলি ক্রোধের।