মাগো আমার প্রিয় মা ও মা জননী
আল্লাহ নবীর পরে মাগো তোমায় প্রথম মানি।
এই ধরনীর কোথাও নেই তোমার তুলনা
সার জীবন শেষ হবে না তোমার বন্ধনা।
এই জীবনে যা পেয়েছি সবচেয়ে দামী তুমি।
তোমার মত মা পেয়ে ধন্য হলাম আমি।
স্বর্গ থেকে ও দামী তুমি এ কথায় নেই ভুল
তোমার পায়ের নিচেই যে তা, তুমি হলে মূল।
তোমায় পেলে চাইনোগো মা অন্য কিছু আর
তুমি ছাড়া আমি ফাকা জীবন ছাড়খাড়।
সাত রাজার ধন চাইনা মাগো দেখলে তোমার মুখ
তোমার ভালবাসাইতো মা, আমার সকল সুখ।
যতো খানেই যাইনা মাগো যতো আদর পাই
তুমি হলে সর্বোধ্যে তাইতো এই গান গাই।
মধুও তো কিছুই নয় মা ডাকের কাছে
পৃথিবীতে সেই ধনী যার মা জননী আছে,
আমি তোমার সেই শিশুটি যাকে ছোট বেলা
যত্ন করতে আদর করতে করতে কতো খেলা।
অজস্ররাত নিঘুর্ম থেকে ঘুম পারিয়ে মোরে
নিজের সাধ বিলিয়ে দিয়েছো সন্তনেরি তরে।
একটু যদি অসুখ হতো আমার কিংবা দিদির
কেঁদে কেঁদে বলতে আল্লাহ ভালো করে দেও শিগগির।
হাজার মাইল দূরেও যদি, কোন বিপদ হতো
না বললেও মায়ের মন, ঠিকই খবর পেতো।
মশা মাছি পরের কথা পিঁপড়া যেন না পায়
ফুলের আচড় লাগতে দেওনি  তোমার ছেলের গায়।
মুখের দিকে তাকিয়ে তুমি বুঝে ফেলতে সব
আদর করে বলতে তুমি কি হয়েছে বাপ।
হাটা যখন শিখেছি মাগো তোমার হাতটি ধরে
শুনেছি তুমি এতো খুশি হওনি কভূ আগে।
স্বার্থের টানে সবাই পর হয়, শুধু তুমি ছাড়া মাগো
এই দুনিয়ায় মাতৃস্নেহই- একমাত্র নিঃস্বার্থ।
অথই সাগর পাড়ি দিয়েছো- ছাড়নি তবু হাত
তিলে তিলে গড়ে তুলেছো, কষ্ট সয়ে দিন রাত।
হাজার ব্যাথ্যা দিয়েছি তোমায় করোনি তবু পর
ভালবাসাও হয়নি মলিন- বছরের পর বছর।
তুমিই জানো সবচেয়ে ভালো কোনটা আমার জন্যে
সব চাওয়াই পূর্ন হলো তোমার কোলে জন্মে।
মানুষ যখন ছোট থাকে অবুজ শিশু মনি
হাজার জনের মাঝেও চিনতে-
ভুল হয়না একটু খানি।
সব শিশুরই প্রথম কথা মা ডাকটি বলে
ব্যাথা পেলেও তোমায় ডাকে সন্তান বড় হলে।
এই শরীরের শেষ রক্তটুকু তোমার চরণে মা
তুমি শুধু ভাল থাকো আর কিছু চাইনা।
সব কিছুরই স্রষ্টা যিনি তুমিও যার সৃষ্টি
তিনি যেন করেন তোমায় আমার নয়নের দূষ্টি।
লাখো বছর বাঁচো মাগো আল্লাহর কাছে চাই
তুমি ছাড়া আমি বাঁচবো না তাঁহাকে শুধাই।
সুস্থ্য দেহে সারাজীবন থাকো আমার পাশে
তোমার কোলে মাথা রেখে ঘুমাবো শেষ নিঃশ্বাষে।
বিধি তুমি আমার মাকে কবুল করে নেও
তার কোন পাপ থাকলে ক্ষমা করে দেও।
আমার মাকে স্বর্গের সবচেয়ে ভালো ঘরটা দিও
মা যেন কষ্ট না পান খোদা তুমি দেখিও।
আমি যেন আমার মায়ের গর্ব হতে পারি
সবার মাকে ভালো রেখো এই কামনা করি।