তর্ক-বিতর্ক দিয়ে কি অনুভূতি গুলোকে জয় করা যায়?
মানব মনের গভীরতম আবেগে যে অনবদ্য ভালবাসা
তা হৃদয় কুঁড়ে কুঁড়েও খুঁজে পাওয়া অসম্ভব
কি লাভ এত সব প্রতিষ্ঠা দিয়ে?
কত চেষ্টা শত আরাধনা অজস্র পঙক্তিমালা ?
ঐ যে দেখ, মায়া মমতার বেড়াজাল স্বয়ং স্রষ্টা প্রদত্ত
হে মূর্খ অপদার্থ!
কণ্ঠনালীতে যে আবর্জনার ন্যায় ব্যাকুলতার তরে
আটকা পড়ে গিয়েছে সত্তা
ভুল পথে হেঁটে বেড়িয়েছে আত্মা
এখন বুঝতে পারছ তো?
নিঃসীম হাহাকার চারিদিকে?
অসম রক্তাক্ত অশ্রু কবিতার জগতে?
নিজ কে,
বিচ্ছিন্ন কর এ সমস্ত পার্থিব জগতের হীনতা থেকে
বিচ্ছিন্ন কর এ সমস্ত দায়বদ্ধ ভাবাবেশের রুগ্নতা হতে
মুক্ত কর এই অন্তরের যাবতীয় জমানো ইতিহাসকে
মুক্ত কর এই ভবিতব্য জগতের অসম সংকোচকে
হারিয়ে যাও এই বিতাড়িত সমাজের অস্চ্ছতা থেকে
শান্তি নাহয় নাইবা পেলে শূণ্যতার সকল আঁড়ালে
১২ই জুন ২০২১