অসংখ্য তারায় তারায় আজ রাত্রির আকাশে
মেলা বসেছে
এই যে এই গভীর বনাঞ্চল আলোকিত
হয়ে আছে
মনে হচ্ছে যেন ভীষণ সুন্দর আর ভীষণ স্নিগ্ধ এই মায়া
এই গভীর জংগলের সমস্ত আঁধারকে চিরতরে মুছে দেবে

অথচ, এই ভয়ংকর গভীরের যেই অস্পৃশ্য অন্ধকার
তা রয়ে যায় গহীনে , রয়ে যায় আলো-হীন এক অস্বচ্ছ জগতে
তাইতো, হেরে যাওয়া অনেকটাই শ্রেয় ও সহজ
লড়াইয়ে কে খাঁবে কার মগজ

তাইতো, স্রষ্টার পানে যখন হাত উঠে যায়
মনে হয় যেন
এই আত্মাও ভাসমান হয়ে উড়ে যায়
অনেক দূরে
অনেক অনেক দূরে ঐ যে ত্রিদিব পানে

আর তাইতো,
আত্মার যত স্বপ্ন, আত্মার যত বক্তব্য, আত্মার যত প্রার্থনা
সব টুকরো টুকরো হয়ে
বৃষ্টির কণার মত ঝরে পড়ে
হৃদয়ের যত কথা, হৃদয়ের যত আকাঙ্ক্ষা, হৃদয়ের যত ব্যথা,
সব রক্ত হয়ে ঝরে
যখন রক্ত কথা বলে

তাইতো,
এই আলোয় আজও অন্ধকারেরা বাসা বাঁধে
যখন, এই আঁধারে আলো এসে ঘুমিয়ে পড়ে
তাইতো,
নির্লিপ্ততার মাঝে যেই শূন্যতার আখ্যান
শূন্যতার মাঝে যেই হীনতার দুর্নাম
হীনতার মাঝে যেই বঞ্চনার আভাস
বঞ্চনার মাঝেই আত্মার সর্বনাশ...

২৮শে মার্চ ২০২১, ৬ঃ৫০ ভোর