মুহুর্মুহুঃ যে আবেগ
যুগ-কাল-সময় অতিবাহিত করে
ছাপিয়ে পড়ে
সমুদ্রের অতল গভীরে
আলোকরশ্মি প্রবাহে
যে দৃশ্যমান হয়েও
থেকে যায় নিভৃত কোণে
কত শত দ্ব্যণুকের সমষ্টিগুণে
কত শত সূক্ষ্ণ পরমাণুর বলয়ের মূলে
মুহুর্মুহুঃ যে আবেগ
আহ্নিক গতির বিপরীতে গিয়েও
ছাড়িয়েছে দিগন্তের শেষ রেখা
বিশাল গোলক হতে বহু দূরের
সৌর জগতকেও কত সহস্রবার
দিয়েছে পাড়ি
খেলো নয়ত এই অনুভূতি
মুহুর্মুহুঃ যে আবেগ
চিরায়ত দুর্গম অনুভবের সুতোয় বোণা
শিকার প্রতি ভাঁজে জানান দেয়া
স্নিগ্ধ ভোরের আলোয় সমর্পণ করা
প্রগাঢ় তমসাচ্ছন্ন রাত্রিকে আলোকিত করা
তাইতো, প্রিয় স্বামী
তোমার তরেই এসকল ভালবাসা
১লা ফেব্রুয়ারী'২০২২, রাত ৪ টা