ত্রিদিবপানে নক্ষত্রের মাঝে,
অদৃশ্য যে অসীম যাত্রা
নৈরাশ্য অভিরত সে মনে সে প্রাণে,
সে তত্ত্ব, সে অভিব্যক্তি অনন্তকালের;
এ পৃথিবীতে অভিযোক্তা
যে নারী যে পুরুষ
কোথায় শান্তি পাবে,
কোন অন্তর্ধানে, কোন অন্তরালে?
যে বালুকাকণা বিসর্জিত
সমুদ্রের রাশি রাশি উত্তাল ঢেউয়ের স্রোতে,
যে বৃক্ষের শিকড় নিয়োজিত
অজস্র ছোট-বড় পোকার আবাসভূমে;
কোন আবেষ্টনীতে,
সে সুখ খুঁজে পায়?
কোন বিবর্তনে,
সে নিজকে নেয় চিনে ?
ত্রিদিবপানে নক্ষত্রের মাঝে,
অদৃশ্য যে অসীম অভিযাত্রা
তার কি আদৌ শেষ আছে?
১৯ শে অক্টবার ২০১৫, সন্ধ্যা ৬ঃ৩৬