৫ টি ছোট্ট বিড়াল আর এই একাকীত্ব
বন্ধুহীন এক নিস্তব্ধ জগত
দূরদেশে নিদ্রাহীন পড়াশুনায় একাগ্র জীবন
আজ যেন এক অসিহরতায় নিমজ্জিত
একান্ত যে প্রিয়জন সে দূরদেশে
এক ছাঁয়াতলে নির্বিঘ্নে বসে শুয়ে
দিননিপাত করছে
চিন্তাহীন, দায়িত্বহীন, মায়াহীন
এক সুক্ষ্ম অমানবিকতা
তবে, কে বলবে তাকে শুরু করতে?
কে বলবে পিছু ছেঁড়ে জীবনের খোঁজে বের হতে?
কিসের এত দ্বিধা?
কিসের এক বাঁধা?
হা!হা! হা!
তাই আজ এই একক সংসারে
৫টি ছোট্ট বিড়াল নিয়েই পার করে দিচ্ছি সময়
অযথা,
প্রলোভিত থেকে নিরাশার ফাঁদে আবারও পা ফেলতে চাইনা
সংসার তো তারও ,
তবে কেন এত উদাসীনতা?
কেন এত ভণিতা?
কেন এত দূরত্বের আঁধার?
হিংস্রতা চারিদিকে যেন ছেঁয়ে গিয়েছে
বিভত্যসতা বিস্তৃত
পৈশাচিকতা বিচরণ করছে প্রতিটি পদক্ষেপে
সহূল সব হিসাবের খাঁতা আর আকাংক্ষা