ও হে! ওকে যন্তর মন্তর ঘরে ঢুকাও দেখি
ও হে! ও প্রহরী
ওকে যন্তর মন্তর ঘরে ঢুকাও দেখি
এ কেমন প্রহরী রে বাবা,
রাত জেগে যে দেয় পাহারা?
এ কেমন সেবিকা
যে শ্রমের বিনিময়ে দেয়নাকো কোনও ধোকা?
এ কেমন কবি
যে নিজের খেয়ালে লেখে জীবন্ত ক্ষ্ত-বিক্ষত কবিতা?
এ কেমন শিক্ষক
যে মূর্খতায় নয় মূক, চাটুকারীতায় নয় পারদর্শী?
এ কেমন ডাক্তার
যে চেম্বারে নয় বরং হাসপাতালে কাটায় দিনরাত্রি?
এ কেমন ব্যাবসায়ী
যে খাদ্যদ্রব্যে করেনাকো কোনও ভেজাল ও বেইমানী?
এ কেমন বাবুর্চী
যে রান্নায় ব্যাধি নয়, করে মন উজার?
এ কেমন সাংবাদিক
যে করে নাকো কোনও মিথ্যাচার?
এ কেমন বৈজ্ঞানিক
যে কপিক্যাট নয়, সত্যি খোঁজে যুক্তির পাহাড়?
এ কেমন রাজনীতিবিদ
যে জনগণের তরে করে জীবন উত্ত্ত্সর্গ?
এ কেমন প্রতিরক্ষাকর্মী
যে সর্বদা জনগণের নিরাপত্তায় নিয়োজিত?
এ কেমন প্রকৌশলীবিদ
যে দক্ষতায় গড়ে মানুষের গৃহ, বিনিময়ে নেয়না কোনও ঘুষ?
এ কেমন বিনোদনকর্মী
যে মাতেনাতো উন্মাদনায়, নয়তো কোনও ভিক্ষুক?
এ কেমন ছাত্র-ছাত্রী
যে পড়াশুনাতেই ব্যস্ত, নয় কোনো গবেট লোকরঞ্জক?
২৫শে নভেমবর ২০২৩