বহুদিন পরে বেড়াতে এলাম
আমার প্রিয় কবিতার জগতে ,
কিছু ভয়ংকর খারাপ লাগার কথাগুলো লিপিবদ্ধ করে যেতে,
এক বদ্ধ উন্মাদের হিংস্র কুৎসিত চিতকার
যেন রক্ত ও পরিবার গাথা একই আবর্তে বারংবার আবৃত
শকুনের মত মৃত মাংসের উপর দাড়িয়ে
যেন বিভত্স এক তাণ্ডব নৃত্য
অভিশপ্ত সে এক পিশাচ যেন ধিক্কার !
ঘৃণ্য অপদার্থ মূর্খ এক অবয়ব মাত্র