দারুণ আত্মিক যোগাযোগ-সূত্র
সত্তা গুলোর শব্দাবলীর গহীনে,
বানোয়াট কোন আড়ালে;
কেউ হয় ভাষা, কেউবা মন-কথা
অদ্বিতীয় কোনও ন্যূনতম যোগ
যেন ব্যাঘাত ঘটাতে না পারে,
এই অবান্তর ভয়ে,
পূর্ব কল্পনার হিসেব মেলাতে;
অসংলগ্ন, অপ্রীতিকর শব্দের আঘাত ছুঁড়ে দিতে থাকে বারংবার
আর তখনই,
ভয়ংকর তীর এর মত করে এসে বিঁধে তা আত্মার রন্ধ্রে

এত উন্মাদনা কেন?
এত আক্রোশ কেন?
এত ক্রোধ- বিদ্বেষ কেন?
এত হিংস্রতা কেন?
এত অভিশপ্ততা কেন?
এত বিশ্বাস হীনতা কেন?
এত মিথ্যাচার কেন?
এত পাপাচার কেন?
এত মূল্যবোধ হীনতা কেন?

আর তাই আজ নিরব-নিথর-নিঃশব্দ
মনের সকল জানালা,
আর তাই আজ বন্ধ-তালায় মরিচা ধরেছে
ধৈর্যের সকল বেলা,
আর তাই আজ কবিতার ভাষায়
অশ্রুর সকল ধারা;

বালুকাময় আজ বালুর তৈরী প্রাসাদ যেন
অপমানের চূড়ান্ত ভাষা
যেখানে অবাধে বিচরণ করে,
আবর্জনাময় আজ ধমনী গুলোর রক্ত সঞ্চালনা প্রক্রিয়া
অশিক্ষার হীন হাতছানি
যেখানে বাঁধাহীনভাবে বয়ে চলে

নিঃশব্দ মন
নিরলস প্রক্রিয়া
অবাক হৃদয়
শান্ত সত্তা।


২৪শে মার্চ, ২০২১