ভেবে ভেবে যখন ক্লান্ত সময়ের
নির্ভুল ডাকে সাঁড়া দেন
স্বয়ং খোদা তা'লা
ধরণীর বুকে নেমেই আসে
তখন বৃষ্টির বিন্দু বিন্দু করে
অজস্র এক পশলা ফোটা
আজ এই বৃষ্টির পানে তাকিয়ে ভাবি
প্রার্থনারত হৃদয় যেন
প্রার্থনায় মগ্ন থেকে যায়
আজ এই বৃষ্টির স্নিগ্ধ জলে অবগাহনে ভাবি
কবিতায় যে বৃষ্টির গল্প শুরু হল
তা যেন পূর্ণাংগতা পায়
পথ চলতে চলতে
এই বৃষ্টির পথে
একটু থমকে দাঁড়াই
অজস্রবার যে সত্যকে স্বাধীনভাবে জীবিত
রেখে এসেছি আমি
সেই সত্যকে যেন পরাধীন কোনও
শিকলে আষ্টে-পৃষ্টে বেঁধে না ফেলি কখনও
বৃষ্টি যেন শুধুমাত্র নিছক
কোনও অমূলক অবাঞ্ছিত জলধারা হয়ে
প্রবাহিত না হয়
বরং সময়ের বিপরীতেও
অনুকূলে প্রবাহিত হওয়া কোনও
পবিত্র ধারা হয়ে সমুদ্রের জল্চ্ছাসে আলীঙ্গনরত
ভালবাসা হয়ে প্রাণের আবর্তনে
আবর্তিত হতে থাকে
২৩ শে জুলাই ২০১৬
দুপুর ৩ঃ১১