ছোট্ট দুটি চোখ
মায়াময় অদ্ভূত সেই অভিব্যক্তি
কি যেন খুঁজছে সে
মা কে?
ভালবাসা দিয়ে সিক্ত করে
যতই আগলে রাখতে চাই
মা এর মমতার কাছে তো
হার মানতেই হয়
ছোট্ট দুটি পাখা
কিসের যেন আঘাত
ছোট্ট দেহে অনেক আঁচড়
হয়ত খেলতে খেলতে এক পা দু'পা করে
উড়তে উড়তে চলে এসেছিল
কিছুটা দূরে
ভয়ংকর পৃথিবীর সান্নিদ্ধ্যে
মা, তুমি কোথায়?
অনেক চেষ্টা করেও পারলামনা
ঘন্টা পার হয়ে যায়
পার হয়ে যায় দিন
পার হয়ে যায় রাত্রি
তোমাকে একটিবার দেখার তরে
যেন এ প্রাণে এখনও প্রাণ রয়ে গিয়েছে
যন্ত্রণা কমে আসছে
স্তিমিত হয়ে যাচ্ছে সমস্ত অনুভূতি
মা, তোমায় অনেক ভালবাসি
নিস্তেজ হয়ে পড়ে রইল ছোট্ট প্রাণটি
আমার হাতে
এত হালকা
এত মায়া
কিন্তু, হায় বিধাতার রহস্যময় সিদ্ধান্ত
পুকু আর নেই
আমাদের মাঝে
চলে গিয়েছে সে
এই রুক্ষ পৃথিবীর আড়ালে
কষ্ট, অনেক কষ্ট যেন আঁকড়ে ধরেছে
চারপাশ থেকে
হ্যা! পুকু আর নেই
১৯শে এপ্রিল '২০১৬, সন্ধ্যা ৬ঃ৩৫