যখন ভেবে ভেবে আমি ক্লান্ত শ্রান্ত
হয়ে পড়েছিলাম
তখন উড়ন্ত ইচ্ছাগুলোর কথা ভাবছিলাম
যদি হাঁস হয়ে হাঁসের ভেলায় মিশে
সমগ্র জলাশয়
টুকুর টুকুর করে পাখা খুলে নিশ্পাপ আনন্দে
পারি দিতে পারতাম
অথবা,
যদি নানা রঙ্গের প্রজাপতি হয়ে
কাশফুলের উড়ত আর আমি তার তালে তালে
উড়ে উড়ে প্রতিযোগিতা করতাম
অথবা,
যদি বুলবুলি পাখি হয়ে
সাদা গোলাপের উপর
উড়ে উড়ে নাচতাম আর গান গাইতাম
অথবা,
যদি অলস কোনও দুপুরে বাঘমামা হয়ে
হরিণীর সুন্দর চাল দেখে মুগ্ধ হতাম
অথবা,
সেই উঁচু পাহাড়ের উপরে গহীনে থাকা
কোনও এক ঈগল হয়ে নিভৃতে
এই সুন্দর পৃথিবী অবলোকন করতাম
অথবা,
কোনও এক বিশাল সবুজ মাঠে
১০০ মাইল বেগে ঘোড়া হয়ে
উড়ে উড়ে দৌড়াতাম আর দারুণ এক
স্নিগ্ধ বাতাসের আর্দ্রতায় নিজেকে সিক্ত করতাম
এসব আরও কতশত
উড়ন্ত অভীপ্সা...
এসব আরও কতশত
স্বপ্নিল ভালবাসা