একটি ছোট্ট বাড়ি
তোমার আমার
রং-বেরঙ্গের স্বপ্ন
স্নিগ্ধ ভালবাসার সংসার
নিঃশ্বাসে যে আশা
বিশ্বাসের যে ভাষা
হৃদয়ের অনাবিল শ্রদ্ধা
ঐতিহাসিক অকপট ভালবাসা
এ জীর্ণ জীবনে লেখা যত
ছোটবড় কবিতা
তার প্রতিটি অনু- পরমাণু
তোমায় করেছি সমর্পণ
যদি এ জীবনের পাতায়
দিগন্তের অসীমতায়
কিছু কভু চেয়ে থাকি
তবে চাইব শুধুই তোমায়
৪ই জানুয়ারী ২০১৬