অপরিপূর্ণতা শুধুমাত্র যদি একটি অধ্যায় হোত
তবে কবেই অধ্যায়টি লেখা শেষ হয়ে যেত
অথচ , এ যেন নির্বিকারভাবে ভাবান্তর গতিতে
বয়ে যাওয়া এক স্রোতের মত
কেন যেন এর সীমা অসীমে গিয়ে অসীমতাকেও
ছাঁড়িয়ে যাচ্ছে
ধৈর্য, স্বপ্ন বাস্তবতার কতটুকু কাছাকাছি
তা এখনও বোধগম্য নয়
নাহ! হয়ত ভালবাসা এখনও অন্তরালে পৌঁছে
অন্তরের উপলব্ধি হয়ে উঠতে পারেনি
নাহ! হয়ত যে হৃদয় ব্যাকুল হতে পারত তা
এখনও ধীর , দুর্বল, দ্বিধান্বিত , বিভক্ত
অর্ধেকটা জীবন পার করে এসেও
যার মন শক্ত কঠিন অমানবিক রূড়তায়
ব্যতিব্যাস্ত
তার কাছে কিইবা আশা করা যায়?
যার মনের অলিগলিতে এখনও রক্তের দাগ, দাগ কাটেনি
তার কাছ হতে কতটুকু ভালবাসার উপলব্ধিই গ্রহণ করা যায়?
২৬ শে ডিসেম্বর ২০১৫