বহু মানুষের ভীরে আমিও হারাতে পারি
কিন্তু ভীরের অংশ হয়ে মৃত আত্মার মত
জীবনকে অর্থহীন করতে পারবনা
যেসব তুচ্ছ সময়, নিরর্থক ব্যাকুলতাকে পেছনে ফেলে দিয়ে
হেটে গিয়েছি সামনের দিকে , এ সময়ে
কাপুরুষতাকে বরণ করতে পারবনা
ক্ষুদ্র এক আত্মার সীমাহীন নির্লজ্জ কথাগুলো
যদি প্রতিকী বাঁধ হয়ে দাঁড়ায়
তবে কিসের তরে কার প্রতি
এ আত্মাহূতি?
অবরুদ্ধ কন্ঠ নিয়ে বেঁচে থাকা যেন
এক শশ্মান ঘাটের 'সতীদাহ প্রথা'
ভয়? কিসের ভয়?
হারিয়ে ফেলার ভয়?
যে হারিয়ে যেতে চায়
তাকে বেঁধে রাখার ইচ্ছে নেই
যদি অসংখ্য নির্লজ্জ , ভন্ড পীরবেশী নারীদের ভীড়ে
থাকাটাই গন্তব্য হয়ে দাঁড়ায়
তবে চলে যাও ওপথে
বহু যুগ আগে যে হারিয়ে গিয়েছিল
তাকে নতুন করে স্বপ্নের আবর্তে
সাঁজানো যেন নিজের সাথে এক
নিছক আলেয়ার খেলায় মেতে ওঠা
হতাশ হয়ে মুষড়ে পড়া
এ গন্তব্যহীন পথ
এ অদ্ভূত বিবর্ণ ভালবাসা
কেমনই বা এ ভালবাসা?
গতিপথ পরিবর্তিত হচ্ছে
ভীষণভাবে
অন্যের মহিমায় উদ্ভাসিত তুমি
ভেসে চলেছ বহু মানুষের ভীরে
স্রোতে গা ভাসিয়ে
সবারই অস্তিত্ব রয়েছে
আশেপাশে
আর
আমি দাঁড়িয়ে রয়েছি বহু হিসেবের বোঝার নিচে
প্রতিবাদের ভাষা কেঁড়ে নিতে চায় ওরা
এ অস্তিত্ব তবে যেন এতটাই খেলো
৩ ই ডিসেম্বর, ভোরঃ ৭ঃ০০