আরও এক রাশ কথা হারিয়ে
গেল আকাশের নীলিম প্রান্তে
আবারও এক রাশ মন খারাপের গল্প নিয়ে
পার হয়ে গেল শূণ্যে ভেসে
থাকা, অন্ধকারের আবর্তে ঢাকা পড়ে যাওয়া
এক দুর্বিসহ রাত্রি; গহীনে
কোথায় এর শেষ?
কোথায় এর শুরু?
ভারাক্রান্ত , জ্বরাগ্রসহ অবসাদচ্ছন্ন
এ মনের হারিয়ে যাওয়া অলিগলির বৃত্তান্ত
মৃত্যু যদি এসে আলিন্ঙ্গন করে বলত
'চল যাই' অসীমের তরে , সমুদ্রের কেন্দ্র
ভেদ করে কোনও এক পাতালপুরিতে
যেখানে মৃত্যু এক অহরহ ঘটনা
যেখানে মন নিয়ে আর কেউ ভাবেনা
যেখানে কথাগুলো প্রতি নিয়ত হারিয়ে যায়না
বরং আটকা পড়ে ঝুলন্ত থেকে যায় অদৃশ্য কোনও আয়নার
বিকিরণে,যেখানে সীমান্তের শেষ প্রান্তে আলোর শেষ কিরণটুকু
যায় অভিমানে, নির্লিপ্ততায় শূণ্যে মিলিয়ে
২ নভেম্বর ২০১৫ , রাত ৩ঃ২৩