স্বপ্নের আলোড়নে
চিন্তাশূণ্য, দিক্বিদিকশূণ্য
বাস্তবতার কঠিন বেঁড়াজালে
কান্ড্গ্যানহীন, রূড়
চাওয়া আর পাওয়ার মধয় দিয়ে
যদি ঘোরাফেরা করা যেত
তবে তো হিসেব মিলেই যেত কবে
কিন্তু, চাওয়া যেমন আকাশের সীমানা
ছাঁড়িয়ে শূণ্যসহানে বিচরণ করে
ভূমিতে আর নেমে আসতে চায়না
ঠিক তেমনি,
পাওয়াগুলোর সূক্ষ্মতা
মাঝেমাঝে ছিন্নভিন্ন করে
আবারও অভিন্ন হয়ে
আজব ভঙ্গিতে সীমানায় বিলীন হয়ে
মিলিয়ে যায়
কি চায় এ মন? সে মন?
ভালবাসায় অভিব্যক্তি
নাকি ভালবাসার অভিব্যক্তি
ঘৃণা নয় তবে যে তীব্র অভিমানে
লালিত এ আত্মা সে আত্মা
কোন জটিল ক্ষণে
কোন যন্ত্রণার আলোড়নে এসে
উপসিহ্ত হল এ আজব ভালবাসা?
(৪ই অক্টবার , ২০১৫, রাত ১ঃ৪৪)