ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়
তার পছন্দের গতিপথ

এক নারীর রুপ মাধুর্য তো
আরেক নারীর বচনভঙ্গি
অন্য কোনো নারীর চলন তো
ভিন্ন কারও অর্থ - বিত্ত

যুগে যুগে সে বিভিন্ন নারীর
সংস্পর্শে তন্দ্রাচ্ছন্ন

এক নারীর গুনাবলী তো
আরেক নারীর সুরেলা কন্ঠ
অন্য কারও ধার্মিক নীতি
ভিন্ন কারও ভ্রমণ- ভঙ্গি

শিহরিত, মন্ত্রমুগ্ধ সে সকল নারীর
জীবন ধারায়
আবেশিত তার প্রতিটা রক্ত কণিকা
এতসব নারীর আগমনে

জীবনকে অর্থবহ করতে
একের পর এক
নারীর সংগমনে
নিজেকে উত্ত্সর্গ করেছে সে

ভালবাসা এক নিছক , খেলো শব্দ যেন

একান্তে কারও হবার নয় সে
ভেসে বেড়ায় যে আবেশে
কে কোথায় কিভাবে
তাকে থামাবে?

আর নারীরা …?!
আবেশের মায়া বুনতে কে না ভালবাসে ?
যদি এত সহজ-ই হোত ভালবাসা তবে
পৃথিবী কতবার ধ্বংস হয়ে পুনর্জীবন লাভ করত
কত শত বার আগ্নেয়গিরির জলন্ত লাভা
গর্জে উঠে ঝলসে দিত চারিদিক

কিন্তু এই মানবগোষ্ঠী কি ভালবাসার খোঁজে
নিয়োজিত?
অর্থবহ জীবন এদের কারও কাছে কি প্রত্যাশিত?
স্নিগ্ধ নির্মল দৈবিক আলোড়ন এর এরা কি বোঝে?

অসংলগ্ন এই আবেশের মায়ায় যে মন্ত্রজালে
আটকা পড়ে আছে
ঐ অস্তিত্ব

বিধাতার অগ্নিবাণে
নিক্ষেপিত হবেই একদিন

১৪ ই সেপ্টেম্বর ২০১৫ , রাত ৩ টা