গভীর জলে ডুব দিয়ে দেখি
ভ্রান্তি আর ক্লান্তি
ক্লান্তি আর ভ্রান্তি
প্রচুর অসামাঞ্জস্যতা
নাকি
সবই নিছক কল্পনা
কারণ, ভুল সময়ের স্নিগ্ধ সরল স্বচ্ছ
আবেগের
যে তীব্র ভীষণ শাস্তি
আজীবন বয়ে বেড়ানোর
যে মনুষত্যহীন যন্ত্রণা
স্বয়ং ঈশ্বরও বুঝি
ক্ষমার ভান্ডার নিয়ে বসে থাকেন
হৃদয়কে শীতল করার কতনা প্রক্রিয়া
কতনা পথ দেখালেন তিনি
কিন্তু, হলনা …
বর্বরতা থেমে যায়নি
পরিবর্তিত হয়েছে এর ধারা
নৃশংসতা শেষ হয়নি
গতিপথে এসেছে নতুন অত্যাচারের মাত্রা
গভীর জলে তবু কেন ডুব দেই?
শ্বাসরোধ কখন হলে এ প্রাণে মৃত্যু আসবে
তার সময়শক্তি পরিমাপ করতে চাই?
নাকি অত্যাচারীর জুলুম কোন মাত্রায় গেলে
শেষ হবে তা অনুভব করতে চাই?
ভুল ই ছিল সব
আজ অনুভব করি হৃদয়ের গভীরে
ভুল সত্তা, ভুল আত্মা, ভুল সমস্ত সীমাহীন
ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণিক ব্যথা
কিছু কিছু সত্য পরিবর্তিত হয়না
বুঝি আমি,
হিংস্রতার সীমাহীন রূপরেখা
অংকন সে করে যাবে আজীবন
খুব সুক্ষ্ম , সুন্দর , সাবলীল, বিস্তৃত এক হাসি দিয়ে
উঁড়িয়ে দেবে আবারও
এ হৃদয়ের সমস্তটা সঞ্ছিত শক্তি
তবুও গভীর জলে আবারও ডুব দিতে চাই
আমৃত্যু দেখে যাব এর
শেষ কোথায় !
১২ই অগাস্ট '২০১৫ , ০৪ঃ০৩ রাত