সময় গড়িয়ে যাচ্ছে
একের পর এক বছর
অতিক্রান্ত হয়ে যাচ্ছে
একের পর এক জীবন
পথ হারিয়ে ছুঁটে চলেছে
ছুঁটে চলেছে
এ যেন
গতিময় আবদ্ধতা

অক্লান্ত পথ পাড়ি দিয়ে এসে
একই পথের মোড়ে
কেন আবারও দাঁড়াতে হবে?
কেন আবারও হৃদয়কে কষ্টের দাঁড় গোড়ায় এসে
অশ্রুজলে সিক্ত হতে হবে?
কেন প্রত্যাশা থেকে এত দূরে জীবনের পক্তিমালা?

এ হৃদয় অদম্য ভালবাসার জন্য আকূল
সীমাহীন স্নেহ
বন্টনহীন মুগ্ধতা
এই ক্ষুদ্র মানুষের প্রতি ~মানুষের শ্রদ্ধা
অবজ্ঞাহীন মায়া
কিছুটা দায়িত্ববোধ

খুব কি দুশকর- এ চাওয়া?

যদি এতটাই বাঁধা
কত সব অমানবিক ক্রিয়ার বেড়াজালে
আষ্টেপৃষ্টে এই আত্মা জর্জরিতই হবে
সমস্ত দায়িত্বের বোঝা যেন
ছুঁড়ে ছুঁড়ে দেয়া হচ্ছে
একক কাঁধে
একই বৃত্তের আবর্তে
অহরহ নারীর সমাগমে , আর্ত চিত্তকারে
অন্তর্লোক চিঁড়ে বিভক্ত-ই যদি হবে

তবে

কেন এতসব মিথ্যা প্রচেষ্টা?

আজ হৃদয় দারুণভাবে
হতাশ
বৃষ্টির প্রতিটা ফোঁটা
নীলাভ অশ্রুর তালে বিলীন হয়ে যাচ্ছে
অসহ্য যন্ত্রণাকর অমানবিক ধোঁয়ায়
হারিয়ে যাচ্ছে
সঞ্ছিত শক্তিগুলো

জানি, সময় খুব অল্প ই
বাকি আছে

১৯শে জুলাই ২০১৫, বিকাল ৫ টা