শিঁউরে উঠে ভাবি
যদি জগত্টা এক কৃত্তিম মোহিমায়
উদ্ভাসিত, আবৃত হত পুরোপুরি
তবে ভালবাসায় নিমজ্জিত
হতে হত না
সহজ সরল বিশ্বাসগুলো
ক্ষণিকের অভিনয় যদি
চিরন্তন পাওয়া কে আশস্ত করতে চায়
তবে কি তা হিংস্র সার্থপরতা নয়?
ভালবাসার মাঝে যেই ঘৃণার উত্ত্পত্তি
তার শেষ শুধুমাত্র
অজস্র সহজ সরল ছোটখাট , সুক্ষ্ম
দীর্ঘ্সহায়ী ভালবাসায় সম্ভব
ছিন্ন, বিচ্ছন্ন , দুর্গম, হিংস্র, অপদার্থ , ভীত
পথচলায় নয়
কিছু কিছু মানুষ
আজীবন ঘৃণা নিয়েই জীবিত এবং মৃত থেকে যায়
যেন
আঁড়াল করা মুখোশ অথবা
কৃত্তিমতা অন্যের চালিকা শক্তির
ক্ষয় স্বরূপ
হ্যাঁ,
কিছু কিছু মানুষ
আজীবন ঘৃণা নিয়েই জীবিত এবং মৃত থেকে যায়
১৯ শে জূলাই ২০১৫