মাঝরাতে ঘুম ভেঙ্গে গেল
অদ্ভূত এক সবুজ আলোয় স্নিগ্ধ ঘরটি
কবিতার পংক্তিগুলো কেন কবে এক প্রচন্ড ক্ষুব্ধতা নিয়ে
এ জীবনে এসেছিল
তা অনুভব করার বারংবার চেষ্টা করে
ক্লান্ত !

পৃথিবীর প্রতিটা সুরের জন্য যদি
গীতি লেখা থাকতো !
নাহ! সব শব্দের যেমন কোনও সুর নেই
সমস্ত সুর এক করলেও কিছু কিছু জীবনের
অন্তর্ধান হবেই

সবুজাভ আলোয় নিজেকে
নতুন করে চেনা
নতুন করে জানা যেন

সবকিছুই ভংগুর হয়ত
বিশ্বাস - অবিশ্বাস এর মাঝামাঝি
এক বিকট অবসহান
হারিয়ে যাওয়ার ইচ্ছা ক্রমশই
দানা বেঁধে উঠেছে আবারও

এবার আজীবনের তরে
আর কোনওদিনও না ফেরার পথে
হিমালয়ের পর্বতশুভ্র বরফে
যদি হৃদয়ের সমস্তটা রক্ত বিসর্জন দেয়া যেত
তবে?!

১৮ ই জুলাই ২০১৫