যদি আবারও পৃথিবী শূণ্যে দাঁড়িয়ে রয়
সমুদ্রের উত্তাল ঢেউগূলো
তোমার হৃদয়ের অলিগলিগূলোকে স্পর্শ করে যায়
যদি আবারও পৃথিবীর বুক চিঁড়ে রক্তক্ষরণ হয়
হিমালয়ের হিমসাদা বরফগূলো
তোমার স্বপ্নের দ্বারে এসে সমস্ত অশ্রুজল মুছে দেয়

ভীষণ অসীম সাহসিকতা
প্রগাড় সেই ভালবাসার সঞ্ছিত সমস্ত শক্তি দিয়ে
সেই
অদৃশ্য দেয়াল
অমীমাংসিত গোঁলকধাঁধা
হেরে যাওয়ার গল্পগাঁথার

পরিবর্তিত এক রূপ আঁকতে
পারবে কি?

সমস্ত স্বত্তা আজ আমার
অদ্ভূত এক আবছায়ায় ভেসে চলেছে
সমস্তটা অস্তিত্ব চিতকার করে
একটি কথাই বলতে চাইছে
অথচ সেই শব্দগুলো
অনুচ্চারিত থেকে যাচ্ছে

যদি এ পৃথিবীর অন্তিমকাল এসে যায়
ভয়াবহ কোনও দুর্যোগ
প্রকান্ড এক ঘূর্ণিঝড়
বিভতস এক ভূমিকম্প
গলিত লাভার আগ্নেয়গিরির সৃষ্টি করে

কি হবে তোমার অভিরুচি?

১৮ই মে ২০১৫, সন্ধ্যা ৬ঃ০৯ বাংলাদেশ সময়