অক্ষমতা এক অদ্ভূত অস্ত্র
হৃদয়কে ছিন্নভিন্ন করে দেয়ার জন্য যথেষ্ঠ

সত্য বলার অক্ষমতা
মিথ্যা - সত্যের মিশ্রণে এক অদ্ভূত জগতে বিচরণের ক্ষমতা

অথচ,
দীপ্ত কন্ঠে 'ভালবাসি' বলার অক্ষমতা
সাহসিক পন্থা কিংবা বক্তব্য দেয়ার অক্ষমতা
শিষ্ঠ উপায়ে বিদায় নেয়ার অক্ষমতা
অন্য পথে চলার স্পৃহা দেখানোর অক্ষমতা

এই অক্ষমতা কি তবে
স্বার্থ্পরতা ?!
নাকি নিজকে ভীষণরকম ভালবাসা?
নাকি অন্যের কাছ থেকে শক্তি সঞ্ছয়ের এক কৌশল?
নাকি হিংস্রতার চরম সীমায় পৌঁছে গিয়ে এক অদ্ভূত অভিব্যক্তি?

যার হৃদয়কে অজস্রভাগে বিভক্ত
সুতীব্র সুন্দর স্বপ্নিল আলো থেকে সে তো বঞ্ছিতই বটে
অসীম তীক্ষন সৌন্দর্য তার জন্য নয়
বিধাতা প্রদত্ত ভালবাসার প্রার্থী সে হতেই পারেনা

তাই হে অক্ষম হৃদয়
আজ তোমাকে জানাই বিদায়
আজন্ম এক আঁধারের গোলক্ধাঁধাঁর বেড়াজালে আটকে থাকার
শক্তি আর নেই

হে অক্ষম হৃদয়
পার্থিব জগতের পার্থিব মানুষ কিংবা অমানুষ হয়ে
জীবন তুমি নির্বাহ করতেই পার
সে তোমার অভিরুচি

এই সহূল পার্থিব হিংস্র পথ থেকে
আমি একটু নাহয় সরেই দাঁড়ালাম
কারণ,
এখনও এ আত্মায় প্রাণ আছে
কারণ,
এখনও, এ হৃদয় অক্ষম হতে পারেনি
কারণ,
এখনও, অদূর সীমানার বাইরে এ দৃষ্টি পৌঁছুতে পারে
কারণ,
এখনও, এ প্রাণে এক অদম্য অস্তিতকে অনুভব করতে পারে

তোমার অক্ষম সময় , অক্ষম হৃদয়, অক্ষম জীবন
তোমাকেই উপহার দিয়ে
বিদায় নিচ্ছি

২৮শে মার্চ ২০১৫ , ভোর ৪ঃ৫৩