নাহ আজ আর কবিতা নয়

হিংস্রতা সমস্ত সীমানার গন্ডিকে পেরিয়ে
মহাকাশ -এ পাঁড়ি দিয়েছে

সৃষ্টিকর্তার অভিশাপ নাকি আশির্বাদ !!!

লন্ডভন্ড নয় বরং ভীষণ সহজ সাবলীল উপায়ে
এক তীক্ষ্ন ধাঁরালো সুঁচালো অস্ত্র
~ 'সত্যের প্রলেপ মিশ্রিত মিথ্যা'

পাঁজরের ভেতরের হৃদপিন্ডের প্রতিটা
শিরা -উপশিরা , ধমনী
বারংবার আঘাতে ছিন্ন্ভিন্ন রক্তাক্ত

এতটা কষ্ট  ~
কষ্টের হিসাব এ পৃথিবীতে আজ আর সম্ভব নয়

তুচ্ছ বস্তু জগতে বিচরণকারী
হিংস্র বর্বর পিশাচের অপর একটি রুপ মাত্র

এ ভয়ংকর প্রতারণা ~
সেই পৃথিবীর ক্রান্তিলগ্নে কেবলমাত্র হবে উত্থাপিত


৭ই মার্চ ২০১৫, ভোর ৫ঃ৩৯