সুনিপুণ এবং সুকৌশলে
আবারও নীল নকশা বুনছিলো সেই
অশরীরী প্রেতাত্মারা;
সূক্ষ এবং দক্ষ হাতে
আবারও খোদাই করছিল এই
হৃদয়ের অন্তঃস্থলে জমে থাকা পুঞ্জীভূত আবেগ।
তবে,
বিধাতার খেলা দেখ -
নিমেষেই সব লন্ডভন্ড।
হীন যে মনের অলিগলি,
কদাকার যে হৃদয়ের প্রতিটি রক্তকণিকা,
কালো অভিশপ্ত যে ভয়ংকর আত্মা,
অস্পৃশ্য অসাধু যে অসহ্যকর সত্তা,
তাদের নোংরা খেলা আবারও
হৃদয়কে ছিন্নভিন্ন ক'রে তিক্ত অসহনীয় করে তুলতে চাইছে ।
হে খোদা !
মনুষ্যত্ব আজ বিলুপ্ত জানি;
তবু তো এ আত্মা চিৎকার করে কাঁদে;
সব ধ্বংস, সব ক্রুরতা -
তবু তো এ পৃথিবী সবুজে ছেয়ে যায়!
হিংস্রতা, বর্বরতা আজ ধমণীতে প্রবাহিত -
তবু তো এ প্রাণ একটু ভালবাসার কাঙাল হয়!
রক্তাক্ত বন্যা আবারও বয়ে চলেছে;
বীতশ্রদ্ধ প্রতিটা কোষিকা
ঘৃণা প্রতিটা শিরা উপশিরায় প্রবাহিত
জড় পদার্থেরাও আজ মৃত।
২২ শে জানুয়ারী ২০১৫ , রাত ৩ঃ১১