সময়ের দৌরাত্ব স্মৃতিকে ভস্ম করে দেয়ার ক্ষমতা রাখে কি?
স্মৃতির পাতায় ছিন্নভিন্ন হয়ে , রক্তাক্ত আত্মার আহুতি
বারংবার কষ্টগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে পুনরুদ্ধার করার
বৃথা চেষ্টা কিংবা আকাংক্ষা নয় কি?
যা হারিয়ে যায় তা হারাবার জন্যই কি?
যা ফিরে পাওয়া যায় তা ফিরে আসার তরে কি?
অশ্রু সেই কবেকার মেঘলা আকাশে ভেসে ভেসে
দিগন্তের কোনও মাঠপ্রান্তরে হারিয়ে গিয়েছে
বিলীন হয়ে গিয়েছে এক অবিরত বৃষ্টিধারায়
মুছে গিয়েছে এক স্নিগ্ধ রঙ্গীন বিকেলের রংধনুতে
যা অজস্র ধুলিকণায় মিশে গিয়ে টুকরো টুকরো হয়ে
ছড়িয়ে গিয়েছে আকাশে বাতাসে
তা যখন একত্রিত হয়ে ফিরে আসে
নতুন এক অধ্যায় হয়ে
জীবনের তরে?
ভালবাসার টানে?
অনুভূতির আলোড়নে?
একাকীত্ব উয্যাপনে ?
তার ফিরে আসা
এক পরিবর্তিত নগরীতে
এক দিগন্তের বিস্তীর্ণ সবুজ ঘাসে
এক ক্রোধহীন জীবন্মৃতের সান্নিধ্যে
এসময় অনেক সুন্দর
এসময় ভীষণ গভীর
এসময় দারুণ স্নিগ্ধ
এসময় দুরন্ত কবিতার
কিন্তু, এসময় কিসের প্রতিক্ষায়?
২৮শে আগস্ট'২০১৪, রাত ১১ঃ৩৫