একই আবর্তে আবারও আবর্তিত হতে
স্পৃহা হীন, অভিলাষ হীন অধ্যায়
সীমাহীন যন্ত্রণার পথে হেঁটে বেড়াতে
ইচ্ছা করেনা।
বারংবার, কষ্টের বেড়াজালে আটকা পড়ে
চাওয়া- না-পাওয়ার এক চক্রে
সবুজ সময় অতিবাহিত হয়ে চলেছে
ক্রমাগত!
অতীত এর ক্রুদ্ধতা যতবার ভুলে
সহজ ভাবে যাত্রা শুরু করে
বীভৎসতা দূরে ঠেলে রেখে
হেঁটে যাওয়া!
ততই যেন বিষাক্ত এই ক্যানভাসে
তুলির হিংস্র আঁচড়ে
রক্তাক্ত, ছিন্ন-ভিন্ন হয়ে গিয়ে
মুষড়ে পড়া!
শুভ্র মেঘে ঢাকা সাদা আকাশে
নির্দ্বিধায় উড়ে উড়ে যে
না ফেরার সন্ধিক্ষণে , দিগন্তের আড়ালে
হারিয়ে যাওয়া!
প্রতিটা শিরা-উপশিরায় ধমনীতে
যন্ত্রণা অনুভূত, নিঃশ্বাসে- বিশ্বাসে
ব্যক্ত এক চরম প্রতিহার্য তা, সত্তায়
আকুল ব্যর্থতা!
১৪ই অক্টবার ২০১৫, দুপূর ২ টা