অনার্দ্র হৃদয়ের মানুষগুলো একের পর এক
সীমাহীন অত্যাচারে লিপ্ত হয়,
অযোগ্যতা যেন রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হয়;
অন্যকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত নেশায় পেয়ে গিয়েছে যেন
এদের রক্ত কি লাল?
প্রকৃতি একদিন প্রতিশোধ নিবে নিশ্চয়ই,
সৃষ্টিকর্তা একদিন এর শাস্তি দিবেন অবশ্যই।
কৃমির মত পরজীবিরাও যেন শতগুণ বিশুদ্ধ
এদের কি হৃদয় আছে?
এরা কি মানুষ?
একজনের অতিরিক্ত বাড়াবাড়ি যখন প্রতিহার্য হতে শেখায় অন্যকে
একজনের অতিরিক্ত হিংসা যখন বিপদগ্রসহ করে অন্যকে
একজনের অতিরিক্ত স্থূলতা যখন অন্যকে অসহায় করে ফেলে
একজনের অতিরিক্ত মূর্খতা যখন অন্যের জ্ঞানের সামনে আধিক্য মনে হয়,
তখন জেনে রেখো
বিক্ষোভ খুব বেশী দূরে নয়।
পিশাচ এর মত কদাকার এদের মনের অলিগলি
এদের ধৃষ্টতা ও স্পর্ধা,
যেন সমস্ত গন্ডিকে ছাড়িয়ে যায়
এদের সংকীর্ণতা ও হীনতা;
যেন ব্যক্তি স্বাধীনতাকে অপমান করে
হে আকাশ…এরা কি মানুষ?
হে বাতাস…এরা কি মানুষ?
হে বিধাতা..এরা কি মানুষ?
হে মানুষ…..এরা কি মানুষ?

প্রকাশিত @ http://bibekbarta.info/?p=7265
প্রকাশিত @ makorshar jal (bangla poetry book)