অজস্র শুভ্র বলাকা
সেই বিল এর পানিতে ভেসে বেড়াচ্ছে
লাল ইটের তৈরী যে বাঁধানো ঘাট
তার পাশ ঘেসে অজস্র ঘাসফুল , বুনোফুল
অযত্নে, অবহেলায় সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছে
আকাশ থেকে নেমে আসা টিপটিপ বৃষ্টির
স্নিগ্ধ স্পর্শ এই মনকে করছে শান্ত -শীতল
প্রাচীন মাটির সোঁদা গন্ধ
নিয়ে চলেছে আমায় বহুদূরের কোনও
অজানা রাজ্যে
হাতের ডাইরীতে লেখার কিঈবা বাকি আছে?
অথবা লেখা শেষ হওয়ার এখনও অনেক বাকি
বৃষ্টির রিনঝিন বেড়ে চলেছে
অসিহর করে তুলছে এই মনকে
ভেঁজা বুনো হাঁস হয়েও
বসে রয়েছি আমি এই পাটাতনে
৮ ই নভেম্বর ২০১৬ , রাত ১০ঃ৪৬