কিছু মানুষ , কাছের হয়,
আপন আত্মায় লালিত যেন
তার আগমনের স্মৃতি কিংবা ক্ষণ মনে না থাকলেও
বিদায়বেলা ভীষণ কঠিন, রুঢ়, হিংস্র হাহাকারে
মিশে শূণ্যসহান সৃষ্টি করে দেয়
অথবা শূণ্যের মাঝে বিচূর্ণ হয়ে
বিলীন এক আলেয়ায় বিলুপ্ত হয়
অশ্রুফোটার বিসর্জন
বেমানান, অবাঞ্চিত , অপদার্থ
হয়ে ওঠে যেন
মৃত স্বত্তা মৃত আত্মা মৃত নিথর দেহ
চোখের কোণে দুর্লভ অভিব্যক্তি
ভাষাহীন নিঃস্ব অনুভূতি
হারিয়ে যে ছিল, তাকে নতুন করে হারাবার কোন বোধ নেই
পৃথিবীর আলোয় যে লুকিয়ে ছিল
অন্ধকারের গহ্বর থেকে হাঁতড়ে পরকালের পরেও কি
দেখা পাওয়া যাবে তার?
কাছের হয়েও কাছের হলনা
স্নিগ্ধ স্নেহের কাঙ্গাল হৃদয় আজীবন রয়ে গেল
চিরদিন আর না পাবার পথে
হেঁটে বেড়ানোই যেন ভাগ্যের
করুণ পরিণতি
বাবা, সত্যি তুমি হারিয়ে গেলে?
৪ ই আগস্ট ২০১৪