সুসজ্জিত কিছু বাগান
স্তরে স্তরে রাখা
রং-বেরঙ্গের ফুল আর কত না ফলের আয়োজন
স্বর্ণের তীব্রতায় ম্লান বুঝি
হয়ে যায় সেই সবুজাভ স্নিগ্ধ আলো
ভালবাসা যদি হোত
কাঁচের টুকরো
তবে অলংকারের কি প্রয়োজন কবে হোত ?
গোলাপের মালা হোক
মতিমুক্তার জ্যোতি কিংবা
রুপার চাকচিক্য কিংবা
স্বর্ণের জ্বলজ্বল আভা হোক
কখন কে কিভাবে সেঁজেছিল
বধু বেশে
সে যেন এক রুপকথা
কখন কে কিভাবে ধরেছিল হাত
গভীর ভালবাসায়
সে যেন এক স্বপ্নকথা
অলংকারময় সেই স্নিগ্ধ পূর্নিমার রাতে
চাঁদের আঁকাবাঁকা শান্ত মায়াবী মেঘপথে
দ্যুতি ছড়াচ্ছিল কোন আলো?
তুমি বলতে পারো?
২৫শে জুলাই ২০১৬ , রাত ১১ঃ৪৬