দাড়াও! ও হে অজেয় বীর যোদ্ধা,
উড়ন্ত যে অভীপ্সায় লালিত তোমার আত্মা;
দমিত নয় যে রক্তমাখা ভেঁজা দৃষ্টি,
ইন্দ্রনীল বেশে যে অদম্য, নির্ভীক চাহনি,
ব্রতচারী হে! দুর্দন্ত অভীষ্ট সৈনিক;
আকাশের পানে তাকিয়ে একটিবার আস্বাদন কর
হিমাদ্রী শুভ্র বরফ ভেদ করেও ভেসে আসছে দৈব আশীর্বাদ,
মহাশূণ্যের বলয় থেকে ঝড়ে পড়ছে অসংখ্য স্বর্গের গোলাপ;
হারিয়ে যাওয়ার অভিরুচি করনা কোনওদিন, হে সাহসী,
সাঞ্জোয়া নাইবা থাকল, আছে সমুদ্রের গভীর থেকে উদ্ভুত প্রার্থনা
নত করোনা এই দুর্দমনীয় অথচ নম্র ব্যাক্তিত্ব, হে গুনী;

তোমার রক্তক্ষয়ী যুদ্ধের তরবারী দিতে নাহয় নাইবা পারি,
মিলিশিয়ার কৌশলে রপ্ত হওয়ার হে অভিলাষী,
সায়ন্তণীর অপেক্ষায় যে আলোকিত ত্রিদিপ্ত অনুভূতি,
                             তা পৌঁছে দেয়ার নাহয় প্রতীজ্ঞা করি।