অদম্য এই উপলব্ধি
নতুন অস্তিত্বের উপস্থিতি
যখন টের পেলাম,
হৃদয়ের গহীনে
অস্তিত্বের গভীরে
চোখের কোণে
শিশিরভেঁজা ঘাসে
ফিরে এলাম;
অদ্ভুত এক মায়া,
ভীষণ আপন হাওয়া,
আজীবনের একাত্মতা,
দারুণ আনন্দধারা,
বয়ে গেল;
মেরুদন্ডের শিরদাঁড়ায়,
অনন্তকালের যাত্রায়,
নব জাগ্রত এক ধরণী ধারায়,
বিস্তৃত সবুজ গগন ধারায়,
এসে ধরা দিল।
এ এক স্বর্গীয় অনুভূতি,
ভাষাহীন এক আরাধনা,
আবৃত মনের প্রতীতি,
কত কিছু নতুন করে চাওয়া,
অসম্ভব প্রিয়-স্বীয় এই অরিত্রি;
একচ্ছত্র নিজস্ব ভালবাসা।
কবিতার প্রারম্ভকাল : ০১ সেপ্টেম্বর ২০১৭
শেষ ও প্রকাশ করলাম : ৩০ শে মার্চ ২০২১ , সকাল ১০ঃ০০