তুমি যেদিন সহস্র-কোটি বছর - সময় পেরিয়ে এসে
আমায় খুঁজেছিলে দিগন্তের কোনও এক দেশে
তখন লুকিয়ে ছিলাম আমি এক বৃহৎ বৃক্ষের আড়ালে
আমি মনে মনে ভাবছিলাম সত্যি তুমি ফিরলে তবে?
জানো, সেদিন কান্নায় হৃদয়ে তোলপাড় এক ঝড় বয়ে গিয়েছিল
কত অপেক্ষা, কতগুলো বছরের ভুল-ভ্রান্তি সবকিছু শূণ্যে ভেসে গিয়েছিল
জানতাম আমি, তুমি আসবেই
ভালবাসাতো সহজ কোনও প্রথা নয় যে হারিয়ে যাবে
আত্মার গভীরে যে ক্ষত হয়ে রয়েছে
হৃদয়ের জ্বলন্ত কোনও কুঠরীতে বসে
কারিগর আমার সমস্তটা রক্তে লিখে গিয়েছে
তোমার সেই নাম
তুমি যেদিন তোমার দৃষ্টির সীমানা ছাড়িয়ে
খুঁজতে এসেছিলে আমায় তেরো নদী সমুদ্র পেরিয়ে
তখন লুকিয়ে রেখেছিলাম মনের সকল উল্লাস
পড়তে চেষ্টা করছিলাম তোমার চোখের সেই মুগ্ধ হয়ে থাকা ভাষা
জানো, সেদিন পুরোনো সমস্ত স্মৃতি আঁকড়ে ধরেছিল
আমায় আষ্টে-পৃষ্টে
কত জীবন পরে যেন তোমার আবির্ভাব অথচ, প্রতিটা মুহূর্ত যেন উপলব্ধি করেছি
তোমার অস্তিত্ব এই অস্তিত্বে
জানতাম আমি, তুমি ফিরবেই
তিল তিল রক্তবিন্দু দিয়ে যেই অগাধ ভালবাসার রাজ্য আমি তৈরি করেছি
তা তোমার উপস্থিতি ছাঁড়া একদম নিস্তব্ধ , নিষ্প্রাণ নিশ্চুপ
তুমি যেদিন তোমার সমস্ত অস্তিত্ব দিয়ে কম্পিত দুহাত বাড়িয়ে দিয়েছিলে
আমার পানে
অশ্রুসিক্ত হয়ে হৃদয় তখন আমার প্লাবিত -
পার্থিবতা থেকে অনেক অনেক ঊর্ধ্বে
তোমার আমার ভালবাসা
তা বুঝতে দেরি হয়নি তখন একবিন্দু
২ ই জানুয়ারী ২০১৬